প্রশ্ন: বাংলাদেশের রণ সংগীত কোনটি?
উ: চল্ চল্ চল্ এর প্রথম ২১ লাইন।
প্রশ্ন: কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে রণ সংগীতের কত লাইন বাজানো হয়?
উ: ২১ লাইন।
প্রশ্ন: রণ সংগীত সর্বপ্রথম কত সালে প্রকাশিত হয়?
উ: ১৩৩৫ বাংলা এবং ইংরেজি ১৯২৮ সালে।
প্রশ্ন: 'চল্ চল্ চল্ ঊর্ধ্ব গগনে বাজে মাদল' বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে গৃহীত হয় কবে?
উত্তর: ১৩ জানুয়ারি ১৯৭২।
প্রশ্ন: রণ সংগীত নজরুলের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
উ: সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে।
প্রশ্ন: রণ সংগীত সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উ: শিখা পত্রিকায়।
প্রশ্ন: রণ সংগীত প্রথম প্রকাশিত হয় কোন শিরোনামে?
উ: নতুনের গান শিরোনামে।
প্রশ্ন: শিখা পত্রিকার কোন সংখ্যায় রণ সঙ্গীত প্রকাশিত হয়?
উ: দ্বিতীয় বার্ষিক সংখ্যায়।
প্রশ্ন: রণ সংগীতের গীতিকার ও সুরকার কে?
উ: কাজী নজরুল ইসলাম।